ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে দুই মাদক বিক্রেতার কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
চট্টগ্রামে দুই মাদক বিক্রেতার কারাদণ্ড

চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে ২২০ লিটার চোলাই মদ উদ্ধারের মামলায় দুই মাদক বিক্রেতাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন।

এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় একই মামলার দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.নূরে আলম এই রায় দিয়েছেন।

দণ্ডিতরা হলেন, মোশাররফ হোসেন ও মো.জাফর। দুজনই হাজতে আছেন।

খালাস পেয়েছেন মোশাররফের স্ত্রী রহিম বেগম ও সহযোগী শহীদ।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা পিপি অ্যাডভোকেট লোকমান হোসেন চৌধুরী বাংলানিউজকে জানিয়েছেন, ২০১১ সালের ২১ সেপ্টেম্বর মিরসরাই উপজেলার উত্তর সোনাপাহাড় গ্রামের চিনকি আস্তানার পশ্চিম পাশে আসামি মোশাররফের রান্নাঘর থেকে ২২০ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ। এসময় চারজনকে গ্রেফতার করা হয়।

মিরসরাই থানার এসআই আক্তার হোসেন বাদি হয়ে চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২ (গ) ধারায় মামলা দায়ের করেন। একই বছরের ২৬ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

২০১২ সালের ২২ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ ৭ জনকে সাক্ষী হিসেবে আদালতে উপস্থাপন করে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭

আরডিজি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।