ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবির হল থেকে আড়াই বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
চবির হল থেকে আড়াই বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার উদ্ধার করা দেশীয় অস্ত্র। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হল থেকে পরিত্যক্ত অবস্থায় আড়াই বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া নেশা জাতীয় বেশ কিছু দ্রব্য উদ্ধার করা হলেও কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে প্রশাসনের পক্ষ থেকে হলের বিভিন্ন কক্ষে প্রায় এক ঘণ্টা ধরে অভিযান চালানো হয়।

আড়াই বস্তা দেশিয় অস্ত্রের মধ্যে রয়েছে রামদা ২০-৩০টি, লোহার রড ও পাইপ ৩০টি, দেড় বস্তা পাথর।

এসময় এক কেজি গাঁজাও জব্দ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বাংলানিউজকে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে আড়াই বস্তা দেশীয় অস্ত্র ও নেশা জাতীয় দ্রব্য পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

এসময় মেয়াদত্তীর্ণ ১০-১৫টি আইডি কার্ড পাওয়া গেছে। যাদের আইডি কার্ড পাওয়া গেছে তাদের ব্যাপারে আমরা ব্যবস্থা নেব।

অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতারুজ্জামান বাংলানিউজকে বলেন, অভিযান চলাকালীন কাউকে পাওয়া যায়নি। ৪টি কক্ষ সিলগালা করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭

জেইউ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।