ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সহকারী স্টেশন মাস্টার নিয়োগে পদের সংখ্যা বৃদ্ধি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
সহকারী স্টেশন মাস্টার নিয়োগে পদের সংখ্যা বৃদ্ধি

চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়েতে ৩০টি পদে সহকারী স্টেশন মাস্টার নিয়োগের জন্য গত ২৬ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরই মধ্যে আবেদনও পড়েছে। তবে গত ২১ সেপ্টেম্বর আরও ৫৬ জন সহকারী স্টেশন মাস্টার নিয়োগের অনুমোদন দেয় রেল ভবন।

ফলে নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। সোমবার কয়েকটি পত্রিকায় ‘৩০ জন সহকারী স্টেশন মাস্টার পদে নিয়োগের পদ সংখ্যা বৃদ্ধি ও আবেদনপত্র জমা সময় বৃদ্ধি’ শিরোনামে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

তবে আগের বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করতে হবে না।

তাদের আবেদন ৮৬ পদের জন্য বিবেচনা করা হবে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ পারসোনাল অফিসার অজয় কুমার পোদ্দার।

আবেদনপত্র জমা দানের শেষ সময় আগামী ২৬ অক্টোবর বিকেল ৫টা।

সংশ্লিষ্টরা বলছেন, ৮৬টি পদে সহকারী স্টেশন মাস্টার পদে নিয়ে পেলে অপারেশনাল কার্যক্রম কিছুটা হলেও গতি পাবে। কারণ বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে স্টেশন মাস্টার পদের জনবল সংকট ভয়াবহ।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭

এমইউ/আইএসএ/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।