ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাড়ে ছয় ঘণ্টা পর কাইছারের নিথর দেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
সাড়ে ছয় ঘণ্টা পর কাইছারের নিথর দেহ উদ্ধার স্লুইস গেটের ভেতর আটকে পড়ার পর কাইছারকে উদ্ধারের চেষ্টা করে স্থানীয়রা

চট্টগ্রাম: কক্সবাজারের পেকুয়া থানার মগনামায় জাল তুলতে গিয়ে স্লুইস গেটের ভেতর আটকে পড়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ওই যুবকের নাম মো. কাইছার। তিনি স্থানীয় সাতঘর পাড়ার মনজুর আলমের ছেলে।

স্থানীয়রা জানান, প্রায় প্রতি রাতেই মগনামার চেপ্টাখালী এলাকার স্লুইস গেটে জাল বসাতেন কাইছার। ভোরে সেই জাল তুলতেন তিনি।

তারই ধারাবাহিকতায় সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে জাল তুলতে যান। এসময় ভুলঃবশত তিনি স্লুইস গেটে আটকা পড়েন। পরে পানির স্রোত তাকে একেবারেই স্লুইস গেটের ভেতরে নিয়ে যায়।

গেটের অন্যদিকে দরজা বন্ধ থাকায় তিনি ভেতরে আটকে যান। পরে হাজারো স্থানীয় মানুষ অনেক চেষ্টা করেও সেই দরজা খুলতে পারেনি। এরপর সকাল নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও স্লুইস গেটের ভেতরে যাওয়ার চেষ্টা করে।

দীর্ঘ চেষ্টার পর দুপুর একটা ১০মিনিটের দিকে কাইছারকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ততক্ষণে কাইছার আর বেঁচে নেই।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার স্টেশনের অপারেটর বিপ্লব বড়ুয়া বাংলানিউজকে বলেন, জাল তুলতে গিয়ে ভোরে আটকা পড়েন কাইছার। তবে আমাদের কাছে খবর আসে সাড়ে আটটার দিকে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পেকুয়া থানা ফায়ার স্টেশনের লিডার আবদুর রহিমের নেতৃত্বে অন্য কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাইছারকে উদ্ধারের চেষ্টা চালান। দীর্ঘ চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।