ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তিন হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
তিন হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গীবাজার এলাকা থেকে দুই রোহিঙ্গা যুবককে তিন হাজার পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ওই এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুই রোহিঙ্গা যুবক হলেন- টেকনাফের লেদা শরণার্থী ক্যাম্পের মো. ইলিয়াছ (২২) ও উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পের মো. হাসান (৩৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চল সূত্র জানায়, টেকনাফ থেকে ইয়াবাগুলো নিয়ে চট্টগ্রামে আসে ওই দুই রোহিঙ্গা যুবক। নগরীর শাহ আমানত সেতু এলাকায় গাড়ি থেকে নেমে তারা হেঁটে কোতোয়ালি থানা এলাকার দিকে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের শরীর তল্লাশি করে তিন হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। ইয়াবাগুলো তাদের পেটে বিশেষ কায়দায় বাধা ছিলো।  

আটক দুই রোহিঙ্গা যুবককে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।