ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
‘মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে’ রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ করছেন স্পিকার। ছবি: সোহেল সরওয়ার/বাংলানিউজ

উখিয়া থেকে: জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, রেহিঙ্গারা বাংলাদেশে যতদিন আছে ততদিন আমারা তাদের পাশে আছি। মানবিকতার কারণেই আজ বাংলাদেশে তাদের পাশে।মিয়ানমারকে আনান কমিশনের রিপোর্ট দ্রুত বাস্তবায়ন করে তাদের নাগরিকদের স্বদেশে ফিরিয়ে নিতে হবে।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ার বালুখালীতে রোহিঙ্গা শরনার্থীদের মাঝে ত্রাণ বিতরনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মিয়ানমারে নির্যাতিত হয়ে ৪ লাখের অধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এদের আশ্রয় দিয়ে মানবিকতা পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও রোহিঙ্গাদের নিজদেশ মিয়ানমারে ফিরিয়ে নিতে জাতিসংঘ ও বিভিন্ন দেশের মাধ্যমে মিয়ানমারকে চাপ প্রয়োগে জোরালো ভূমিকা পালন করছেন তিনি।

এসময় ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বি মিয়া, গাজী ফিরোজ রশিদসহ ডজনখানেক সংসদ সদস্য উপস্থিত ছিলেন। পরে স্পিকার রোহিঙ্গা শরনার্থীদের খোঁজ খবর নেন।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।