ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে মাস্টারপ্ল্যান হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে মাস্টারপ্ল্যান হচ্ছে ওয়ার্কশপ উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন

চট্টগ্রাম: নগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে ১০ বছর মেয়াদি মাস্টারপ্ল্যান করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও বিশ্ব ব্যাংক। 

রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে রেডিসন ব্লু চিটাগাং বে ভিউর মেজবান হলে ‘চিটাগাং স্ট্র্যাটেজিক আরবান মাস্টারপ্ল্যান' শীর্ষক ওয়ার্কশপে এ তথ্য জানানো হয়।
 
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়ার্কশপের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে রয়েছেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম।
 
ওয়ার্কশপে চট্টগ্রামে সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সিডিএর নগর পরিকল্পনাবিদ ও প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. শাহীনুল ইসলাম খান, বিশ্ববাংকের পক্ষে প্রজেক্টের টিম লিডার সিজিওকি সাকাকি, কলিন ব্রাডার, ডেভিড ইংহাম প্রমুখ উপস্থিত রয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।