ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলী উপজেলা নির্বাচনে বিএনপির ভোট বর্জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
কর্ণফুলী উপজেলা নির্বাচনে বিএনপির ভোট বর্জন সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের কথা জানান বিএনপির প্রার্থীরা

চট্টগ্রাম: এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়া, নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে নবগঠিত কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জন করেছেন বিএনপির প্রার্থীরা।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেওয়া হয়।

শিকলবাহা চৌমুহনীর পশ্চিমে অ্যাডভোকেট ফোরকানের বাড়িতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির সভাপতি এহসান এ খান, সাধারণ সম্পাদক আলী আব্বাস, চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মো. ফোরকান, ভাইস চেয়ারম্যান প্রার্থী হাজি মো. ওসমান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উম্মে মির্জান শামীম।

 

নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ফারুক চৌধুরী, ইসলামিক ফ্রন্টের চেয়ার প্রার্থী জাহাঙ্গীর কবির রিজভী, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রতীকের দিদারুল আলম, ইসলামী ফ্রন্টের মাওলানা মো. মুছা, ইসলামিক ফ্রন্টের নাসির আহমদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বানেজা বেগম ও জাতীয় পার্টির মুন্নি বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

পটিয়া উপজেলার শিকলবাহা, বড়উঠান, চরলক্ষ্যা, চরপাথরঘাটা ও জুলধা ইউনিয়নকে ভাগ করে কর্ণফুলী উপজেলা গঠন করা হয়।

৪২টি কেন্দ্রে মোট ভোট‍ার ১ লাখ ৭ হাজার ৭৯৯ জন। এর মধ্যে পুরুষ ৫৩ হাজার ৫৯৯ এবং নারী ৫৪ হাজার ২০০ জন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।