ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৭৯ রোহিঙ্গা উদ্ধার করে ক্যাম্পে পাঠালো র‌্যাব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
৭৯ রোহিঙ্গা উদ্ধার করে ক্যাম্পে পাঠালো র‌্যাব উখিয়ার কুতপালং রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজার থেকে: কক্সবাজার জেলার উখিয়ায় বিভিন্ন যানবাহনে তল্লাশি করে ৭৯ রোহিঙ্গাকে উদ্ধার করে উখিয়ার কুতপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

শনিবার ( ২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।  

র‌্যাবের কক্সবাজার ক্যাম্পের কোম্পানি লে. কমান্ডার আশিকুর রহমান বাংলানিউজকে বলেন, উদ্ধার ৭৯ রোহিঙ্গা মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে কক্সবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

পরে পরিচয় গোপন করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ার চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে বাস, মাইক্রোবাস ও অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ৭৯ জনের মধ্যে ৩৫ জন নারী, ৯ জন পুরুষ ও ৩৫ জন শিশু বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।
 

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭ 
আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad