ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শুরু করেছে সেনাবাহিনী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শুরু করেছে সেনাবাহিনী রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শুরু করেছে সেনাবাহিনী

কক্সবাজার থেকে: মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের উখিয়া, টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ১২টি পয়েন্ট থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে সেনাবাহিনী।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সেনাবাহিনী কাজ শুরু করে।

ত্রাণ বিতরণের পাশাপাশি সড়কে বিচ্ছিন্নভাবে ত্রাণ দেওয়া গাড়ি রোধ এবং রোহিঙ্গারা যাতে সুশৃঙ্খলভাবে ক্যাম্পে অবস্থান করে সেদিকেও নজর রাখছে সেনাবাহিনী।

কাজ শুরু করেছে সেনাবাহিনী

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন বাংলানিউজকে বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী কাজ শুরু করেছে। তারা প্রথমদিন্ উখিয়ার ৭টি পয়েন্ট এবং টেকনাফের ৫টি পয়েন্ট থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

এছাড়া বিচ্ছিন্নভাবে সড়কে ত্রাণ দেওয়া রোধ এবং রোহিঙ্গা শরণার্থীরা যাতে নির্দিষ্ট ক্যাম্পের ভেতরে সুশৃঙ্খলভাবে অবস্থান করে সেদিকেও নজর রাখছে তারা। ’

তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা শরণার্থীদের জন্য দুটি ক্যাম্প খোলা হয়েছে বলেও জানান বাংলানিউজকে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।