ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণ শুরু শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণ শুরু শনিবার সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন জেলা প্রশাসক আলী হোসেন

চট্টগ্রাম: মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের উখিয়া, টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণ করা হবে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন।  

তিনি বলেন, সেনাবাহিনী আজ শরণার্থী ক্যাম্পগুলো পর্যবেক্ষণ করেছে।

শনিবার থেকে সমন্বয়ের মাধ্যমে ত্রাণসহ মানবিক সহায়তা দেবে সেনাবাহিনী।  

জেলা প্রশাসক জানান, কুতুপালং থেকে বালুখালীতে ২ হাজার একর জমিতে নতুন শরণার্থী ক্যাম্প করা হয়েছে।

এরপরও ১ লাখ ২০ হাজার রোহিঙ্গা এখনো আশ্রয়হীন রয়েছেন। তাদের জন্য ১৪ হাজার শেড তৈরি করা হবে যাতে ৮৪ হাজার পরিবার আশ্রয় নিতে পারবে।
সংবাদ সম্মেলনে কক্সবাজার জেলা পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন জানান, বর্তমানে উখিয়া-টেকনাফে পুলিশের ২২টি মোবাইল টিম, ১১টি চেকপোস্ট রয়েছে। উখিয়া থেকে শহরসহ বিভিন্ন স্থানে চলে যাওয়ার সময় ৫ হাজার ১১৯ জন রোহিঙ্গাকে উদ্ধার করে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।    
  
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad