ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কর্মস্থলে যাওয়া হলো না অটলের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
কর্মস্থলে যাওয়া হলো না অটলের

চট্টগ্রাম: চকবাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবনে নিরাপত্তারক্ষীর কাজ করতেন পটিয়ার ধাউরডাঙ্গা এলাকার অটল তালুকদার (৩২)। প্রতিদিনের মতো শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালেও সেখানে যাচ্ছিলেন তিনি। তবে এবার আর তার কর্মস্থলে পৌঁছানো হয়নি। এর আগেই প্রাণঘাতি ট্রাকের ধাক্কায় পথেই থেমে গেছে তার জীবন।

চট্টগ্রাম কলেজের সামনে সকাল সাড়ে সাতটার দিকে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দেয় অটলকে। পরে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চমেক  হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক শীলব্রত বড়ুয়া বাংলানিউজকে বলেন, ‘অটলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি পটিয়ার ধাউরডাঙ্গা এলাকার প্রাণহরি তালুকদারের ছেলে।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।