ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় আট রোহিঙ্গা উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
আনোয়ারায় আট রোহিঙ্গা উদ্ধার পটিয়া থেকে ‌উদ্ধার করা ১০৩ রোহিঙ্গা। ফাইল ছবি

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলার খাসখামা থেকে পুলিশ আট রোহিঙ্গাকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

আনোয়ারা থানা সূত্রে জানা গেছে, হাইলধর ইউনিয়নের খাসখামা গ্রামের কবির আহমদের বাড়িতে কিছু রোহিঙ্গা জড়ো হয়েছেন এমন খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। এর মধ্যে আছেন আবদুল গাফফার (২৯), তার স্ত্রী রফিকা বেগম (২৫) ও চার ছেলে এবং বোন ফাতেমা খাতুন (১৮), আইয়ুব খান (২৬)।

আনোয়ারা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম বলেন, উদ্ধার করা রোহিঙ্গাদের শুক্রবার সকালে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাঠানো হবে।

এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার কোথাও রোহিঙ্গাদের দেখা গেলে উদ্ধার করে কক্সবাজার শরণার্থী ক্যাম্পে পৌঁছানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

পটিয়া থেকে ১০৩ রোহিঙ্গাকে কক্সবাজার পাঠানো হচ্ছে

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।