ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেলওয়ের ৮০ কোটি টাকার জমি উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
রেলওয়ের ৮০ কোটি টাকার জমি উদ্ধার

চট্টগ্রাম: দোহাজারি রেললাইনের জানালি হাট স্টেশনে রেলওয়ের ৮০ কোটি টাকা মূল্যের দেড় একর জায়গা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব জমি উদ্ধার করেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা।

তিনি বাংলানিউজকে জানান, চট্টগ্রাম-কক্সবাজার-ঘুমধুম রেললাইনের জন্য নির্ধারিত এলাকায় দেড় একর মূল্যবান জমিতে অবৈধ দখলদাররা প্রায় আড়াইশ কাঁচা ও সেমিপাকা স্থাপনা গড়ে তুলেছিল।

নগর পুলিশ, চান্দগাঁও থানা পুলিশ, রেলওয়ের নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ ও কর্মকর্তা মিলে ১০০ সদস্যের একটি টিম উচ্ছেদ অভিযানে সহায়তা করেন।

রেলওয়ের রেললাইন সম্প্রসারণ ও নিরাপদ ট্রেন চলাচলের স্বার্থে অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইশরাত রেজা।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।