ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চমেকে চিকিৎসা শেষে ১০ রোহিঙ্গাকে পাঠানো হচ্ছে ক্যাম্পে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
চমেকে চিকিৎসা শেষে ১০ রোহিঙ্গাকে পাঠানো হচ্ছে ক্যাম্পে

চট্টগ্রাম: মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক নির্যাতিত বৃদ্ধ-শিশুসহ ১০ রোহিঙ্গা শরণার্থীকে চিকিৎসাসেবা শেষে কক্সবাজার জেলার উখিয়ার কুতুপালং ক্যাম্পে পাঠানো হচ্ছে।

 
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়।
 
তারা হলেন মিয়ানমারের আকিয়াব জেলার মংডু এলাকার কামাল আহমেদ (৭০), মো. শফি (৫৭), আবদুল্লাহ (২০), খালেক হোসেন (২৭), জুবাইরা (৮), জাহাঙ্গীর (১৮), জোবায়ের (৪৫), আজিজা (১১), উম্মে সালমা (১০) ও রহমত উল্লাহ (৩৫)।
 
জেলা পুলিশের চমেক মেডিকেল টিম-১ এর এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন ১০ রোহিঙ্গা শরণার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। পুলিশি নিরাপত্তায় তাদের কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাঠানো হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
 
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।