ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বজ্রপাতের বিকট শব্দে গৃহবধূর মৃত্যু!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
বজ্রপাতের বিকট শব্দে গৃহবধূর মৃত্যু!

চট্টগ্রাম: বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরায় বজ্রপাতের শব্দ শুনে গৃহবধূ মিরা দে (৫৫) মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মিরা দে জ্যৈষ্ঠপুরা গ্রামের দাশপাড়ার সুধীর দে’র স্ত্রী।

তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুমিতা বিশ্বাস জানান, মিরা দে নামের এক নারীকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, বিকেলে বজ্রপাতের বিকট শব্দ হয়। এ সময়  মিরা দে ঘরের ভেতরের শুয়ে ছিলেন। বিকট শব্দে তিনি অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।