ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মিয়ানমারে জাতিসংঘের তত্ত্বাবধানে সেইফ জোন করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
মিয়ানমারে জাতিসংঘের তত্ত্বাবধানে সেইফ জোন করার দাবি

চট্টগ্রাম: জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গারে জন্য একটি সেইফ জোন করার দাবি জানিয়েছেন।

তিনি বলেন, আরাকানে রোহিঙ্গাদের জন্য এমন একটি নিরাপত্তা জোন গড়ে তোলা হোক যেখানে সরাসরি তত্ত্বাবধান করবে জাতিসংঘ। এরপর বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা সেখানে ফিরে যাবে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর বাজারে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি।

এসময় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, সংসদ সদস্য কাজি ফিরোজ রশিদ, মাহজাবিন মোর্শেদ সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭

আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।