ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘ভারত বাংলাদেশের পাশে ছিল, এখনো আছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
‘ভারত বাংলাদেশের পাশে ছিল, এখনো আছে’

চট্টগ্রাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৭১’ সালে ভারত আমাদের পাশে ছিল, এখনো আছে। যে কোন দুঃসময়ে ভারত আমাদের পাশে থাকে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের মাঝে ভারত সরকারের দেওয়া ত্রাণ বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, মিয়ানমার সরকারের মনোভাব আমরা এখনো বুঝতে পারছি না।

ভারত যেন মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যেতে চাপ প্রয়োগ করে। তবে বিশ্বজনমত জোরদার হচ্ছে যে রোহিঙ্গা শরণার্থীরা মিয়ানমারের নাগরিক।
তাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে জাতিসংঘের বিশ্ব নেতাদের বক্তব্য শুনে আমরা খুব আশাবাদী।

এসময় ভারতের দূতাবাস কর্মকর্তা অরুন্ধতী দাশ, মি. সিনহা, আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭

আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad