ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রিমিয়ারের ভিসির সঙ্গে জাপান প্রতিনিধি দলের সাক্ষাৎ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
প্রিমিয়ারের ভিসির সঙ্গে জাপান প্রতিনিধি দলের সাক্ষাৎ প্রিমিয়ারের উপাচার্যের সঙ্গে জাপান প্রতিনিধি দলের সাক্ষাৎ

চট্টগ্রাম: প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের লিংক স্টাফ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ইয়াসুয়াকি সুজিতা এবং এলপি ইন্টারন্যাশনাল কোম্পানির ও সানকোশি ম্যানপাওয়ার সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের ম্যানেজার মো. শাহিন মাতবর।

বুধবার নগরীর প্রবর্তক মোড়স্থ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ভবনে উপাচার্য কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা।

তারা তথ্য-প্রযুক্তিতে দক্ষ বাংলাদেশি কর্মী জাপানে নিয়োগের সম্ভাবনা উজ্জ্বল বলে উল্লেখ করেন।

জাপানের টয়োটা, সুজুকি, হোন্ডা, নিশান, প্যানাসনিক, হিটাচি, মাজদা, শিসিদো, মিটসুবিশি ইলেকট্রিক, রিকো, দাইকিন, নিকন, কোমাটসু, সনি, ইউনিক্লো, এপসন প্রভৃতি কোম্পানিতে কর্মসংস্থানের সুযোগের কথা উপাচার্যের কাছে তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ডিন অধ্যাপক ড. তৌফিক সাঈদ ।

সৌজন্য সাক্ষাতের পর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘জাপানে কর্মসংস্থান’ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।  এতে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশে মুসলিম ফ্রেন্ডলি জাপান, অ্যাবাউট জাপানিজ কোম্পানি, অল ইনফ্রাসট্রাকচার ইন জাপানিজ কোম্পানিজ এবং বেনেফিট অফ ওয়ার্কিং ইন জাপান প্রভৃতি বিষয়ে ইয়াসুয়াকি সুজিতা এবং মো. শাহিন মাতবর আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭

আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad