ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চমেকে আরও ৩ রোহিঙ্গা ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
চমেকে আরও ৩ রোহিঙ্গা ভর্তি

চট্টগ্রাম: মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা আরও ৩ রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে স্বজনদের মাধ্যমে তারা চমেক হাসপাতালে আসেন।

তারা হলেন-মিয়ানমারের মংডুর হাচুয়াতা এলাকার মিয়া হোসেন ছেলে মো. হোসেন (৫০), আকিয়াব জেলার নেকারাপনের তংবাজার এলাকার আদুল খালেকের ছেলে নজির হোসেন (৫০) ও আকিয়াব জেলার দেবিনার তমব্রু এলাকার তোফায়েল আহমদের ছেলে মো. জাকির (২৮)।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের মেডিকেল টিম-১ এর এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা আরও ৩ রোহিঙ্গা অসুস্থ হয়ে চমেক হাসপাতালে ভর্তি হয়েছেন।

এরমধ্যে একজনের মাথায় আঘাত এবং অন্যরা শারীরিকভাবে অসুস্থ। হাসপাতালের ১৪, ১৬ ও ২৬ নম্বর ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭

এসবি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।