ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউ ভিসি’র সঙ্গে আলিয়ঁস ফ্রঁসেজ পরিচালকের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
সিআইইউ ভিসি’র সঙ্গে আলিয়ঁস ফ্রঁসেজ পরিচালকের সাক্ষাৎ

চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ভিসি ড. মাহফুজুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নতুন পরিচালক ড. সেলভাম থরেজ।

বুধবার দুপুরে নগরের সিআইইউর জামালখানস্থ ক্যাম্পাসে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান ভিসি ড. মাহফুজুল হক। পরে উপাচার্য কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ড. মাহফুজ  আলিয়ঁস ফ্রঁসেজ’র নতুন পরিচালককে সিআইইউর বিভিন্ন একাডেমিক প্রোগ্রাম, লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন এবং সিআইইউর পাঠ্য কারিকুলামে ফরাসি ভাষা অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান।

ফ্রান্সের প্রখ্যাত রেনে স্কুল অব বিজনেসের (আরএসবি) সাথে সিআইইউর সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে শিক্ষার্থী বিনিময় প্রসঙ্গেও  এসময় দু’পক্ষের মধ্যে  আলোচনা হয়।

সিআইইউর ভিসি ড. মাহফুজুল হক চৌধুরী আলিয়ঁস ফ্রঁসেজ’র নতুন পরিচালকের সাথে দীর্ঘমেয়াদে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং চট্টগ্রামে নতুন পরিচালকের সাফল্য কামনা করেন।

 

বৈঠকে অন্যান্যের মধ্যে ফরাসি ভাষা শিক্ষক ড. গুরুপদ চক্রবর্তী, সিআইইউর  প্রশাসন বিভাগের সহকারী পরিচালক কুমার দোয়েল দে এবং ব্যবসায় অনুষদের ব্যবস্থাপক মো. রাসেল ইউসুফী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৩ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭

এমইউ/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।