ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল শুরু শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল শুরু শুক্রবার বক্তব্য দেন সুফি মুহাম্মদ মিজানুর রহমান

চট্টগ্রাম: দেশ-বিদেশের ইসলামি চিন্তাবিদ, গবেষক, শিক্ষাবিদের অংশগ্রহণে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১০ দিনব্যাপী ৩২তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল শুক্রবার (২২ সেপ্টেম্বর)শুরু হচ্ছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মাহফিলের প্রস্তুতি, লক্ষ্য-উদ্দেশ্যের কথা জানানো হয়।

মাহফিল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান এতে লিখিত বক্তব্য তুলে ধরেন।

মাহফিলের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন মসজিদের খতিব মাওলানা আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন।

লিখিত বক্তব্যে বলা হয়, শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জালাল উদ্দিন আল কাদেরি (রা.) মানবতার মুক্তির দিশারি প্রিয় নবীর (দ.) বিভিন্ন বাণী ও নির্দেশনায় আহলে বায়তের মর্যাদা মানব জাতির সামনে উপস্থাপনের জন্য ৩২ বছর আগে এ মাহফিলের সূচনা করেন।

এ ধারাবাহিকতায় মুহররম মাসে আশুরা ও আহলে বায়তের স্মরণে এ মাহফিলের আয়োজন করা হচ্ছে। যা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবেও সুখ্যাতি অর্জন করেছে।

সুফি মিজানুর রহমান বলেন, ১৯৮৬ সালে জমিয়তুল ফালাহ্ প্রতিষ্ঠার পর থেকেই আল্লামা জালাল উদ্দিন আল কাদেরির (রা.) উদ্যোগে এবং সবার সহযোগিতায় এ কারবালা মাহ্ফিল সূচিত হয়েছে।

তিনি সর্বস্তরের জনতাকে শাহাদাতে কারবালা মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানান এবং এ মাহফিল সাফল্যের সাথে অনুষ্ঠানের লক্ষ্যে গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন।

শাহাদাতে কারবালা মাহফিলে শাহসুফি আস সৈয়দ আফিফ আব্দুল কাদের মনসুর আল জিলানি আল বাগদাদি (বাগদাদ দরবার শরিফের আওলাদ), কাসওসা দরবারের শাহসুফি সৈয়দ মাহমুদ আশরাফ আল আশরাফি আল জিলানি, আল্লামা হাফিজ সৈয়্যদ মুহাম্মদ নূরানী আশরাফ আশরাফি আল জিলানি, কানাডার হজরত শায়খ ফয়সাল আব্দুর রাজ্জাক, লেবানন থেকে আগত শেখ জামাল শাক্বর, শ্রীলংকার আল্লামা শাহসুফি মুহাম্মদ এহ্ছান ইকবাল আল কাদেরি, ভারতের আল্লামা আকবর এহসানি প্রমুখ আন্তর্জাতিক ওলামা মাশায়েখ অতিথি ও আলোচক হিসেবে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, পর্ষদের সেক্রেটারি সৈয়দ মুহাম্মদ আবদুল লতিফ, মুহাম্মদ খোরশেদুর রহমান, আবদুল হাই মাসুম, অধ্যাপক কামাল উদ্দিন আহমদ, জাফর আহমদ, মাওলানা মুহাম্মদ জাফর উল্লাহ, দিলশাদ আহমেদ, হাফেজ মুহাম্মদ সালামত উল্লাহ, মনছুর সিকদার, মাহবুবুল আলম, মুনিরুল কবির, সিরাজুল মনির, এসএম সাইফ উদ্দিন, লিয়াকত আলী, মাওলানা মুহাম্মদ সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।