ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বন্দরের ‘নিম্নমান বহিঃসহকারী’ নিয়োগ পরীক্ষা স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
বন্দরের ‘নিম্নমান বহিঃসহকারী’ নিয়োগ পরীক্ষা স্থগিত বন্দর ভবন

চট্টগ্রাম: ‘নিম্নমান বহিঃসহকারী’ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগামী ২৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বুধবার অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।

অনিবার্য কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হলেও পরবর্তী তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো.জাফর আলম।

তিনি বাংলানিউজকে বলেন, পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

জানা গেছে, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ২৯ সেপ্টেম্বর দুর্গাপূজার মহা নবমী তিথি।

ওইদিনের (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ‘সিনিয়র অফিসার’ ও ‘সিনিয়র অফিসার (আইটি)’ পদের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭

এমইউ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।