ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রোহিঙ্গাদের ত্রাণ ও পুনর্বাসনে অংশ নেবে সেনাবাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
রোহিঙ্গাদের ত্রাণ ও পুনর্বাসনে অংশ নেবে সেনাবাহিনী সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

চট্টগ্রাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ত্রাণ ও পুনর্বাসন কাজে সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গাদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সেনাবাহিনী অংশ নেবে, যোগ দেবে-এটা সরকারের সিদ্ধান্ত।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারে একটি আবাসিক হোটেলে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া ত্রাণ গ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

পরে ত্রাণসামগ্রী জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭

আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad