ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

২১০ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে পাঠিয়েছে র‌্যাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
২১০ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে পাঠিয়েছে র‌্যাব

চট্টগ্রাম: কক্সবাজারের লিংক রোড এলাকায় সড়কে দুই ঘণ্টা ধরে চেকপোস্ট বসিয়ে ২১০ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করে উখিয়ার বালুখালী ক্যাম্পে পাঠিয়েছে র‌্যাব-৭।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মেজর মো. রুহুল আমিনের নেতৃত্বে র‌্যাবের একটি দল তাদের আটক করে।

র‌্যোব-৭ এর জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা শরণার্থীরা যাতে নির্দিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করে সে লক্ষে অন্যান্য আইন শৃঙ্খলাবাহিনীর পাশাপাশি র‌্যাব-৭ ও কঠোর গোয়েন্দা নজরদারি বজায় রেখেছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭ জানতে পারে যে, টেকনাফ-উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে রোহিঙ্গা শরণার্থীরা কক্সবাজার শহর হয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছে। এই তথ্যের ভিত্তিতে কক্সবাজার জেলার সদর থানাধীন লিংকরোড এলাকায় পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করতে থাকে।
এ সময়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করে ২১০ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করে বালুখালী ক্যাম্প কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭

টিএইচ/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।