ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রোহিঙ্গাদের পাশে চট্টগ্রাম জেলা পরিষদ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
রোহিঙ্গাদের পাশে চট্টগ্রাম জেলা পরিষদ রোহিঙ্গাদের পাশে চট্টগ্রাম জেলা পরিষদ

চট্টগ্রাম: মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক নির্যাতিত ২ হাজারোধিক রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। সোমবার কক্সবাজার উখিয়া বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এসব ত্রাণ বিতরণ করা হয়।  

ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, আলু, লবণ, মসলা, সাবান, গ্যাস লাইটার, খাবার স্যালাইন, বালতি, মগ, শার্ট, লুঙ্গি, শাড়ি, টি-শার্ট, প্যান্ট রয়েছে।

ত্রাণ বিতরণকালে এম এ সালাম বলেন, বাংলাদেশের হোক আর অন্যদেশের হোক, মানুষ মানুষের জন্য।

রোহিঙ্গাদের এই ক্রান্তিকালে তাদের পাশে থাকা উচিত। সে লক্ষ্য নিয়েই চট্টগ্রাম জেলা পরিষদ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে, তাদের সাহায্যে এগিয়ে এসেছে।
মিয়ানমারে নির্যাতিত এসব রোহিঙ্গা নারী ও শিশুদের পাশে দেশের ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

এসময় জেলা পরিষদের সচিব শাব্বির ইকবাল, সহকারী প্রকৌশলী মো. আনিসুর রহমান, জেলা পরিষদ সদস্য আবদুল ওহাব, দেবব্রত দাশ, জাফর আহমেদ, কামরুল ইসলাম চৌধুরী, আ ম ম দিলসাদ, জসীম উদ্দিন, মহিলা সদস্য শাহিদা আকতার জাহান, অ্যাডভোকেট উম্মে হাবিবাসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণকালে প্রশাসনের পক্ষে সমন্বয়ে সহযোগিতা করেন কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ।

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।