ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চণ্ডীতীর্থে পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
চণ্ডীতীর্থে পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত

চট্টগ্রাম: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে বোয়ালখালীর কড়লডেঙ্গা পাহাড়ে চণ্ডীর উদ্ভবস্থল ও দুর্গাপূজার উৎপত্তিস্থল মেধস আশ্রমে শারদীয় দুর্গোৎসবের দেবীপক্ষের সূচনা হয়েছে।  

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকের বাদ্য, মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও চণ্ডীপূজার মধ্য দিয়ে জেলার ১৫ উপজেলার ১৫২১ পূজামণ্ডপে দেবীপক্ষের সূচনা করেন আশ্রমের অধ্যক্ষ বুলবুলানন্দ ব্রহ্মচারী।

দুপুরে ‘শুভ মহালয়ার তাৎপর্য’ বিষয়ক আলোচনা সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত সভাপতিত্ব করেন।

এতে অতিথি ছিলেন ডিআইজি চট্টগ্রাম রেঞ্জের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন খান।

বিশেষ অতিথি ছিলেন মেধস আশ্রম পরিচালনা কমিটির সভাপতি সচ্চিদানন্দ রায় চৌধুরী।

স্বাগত বক্তব্য দেন জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেব। আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক দোলন মজুমদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শংকর মঠ ও মিশনের মহারাজ হরিকৃপানন্দ ব্রহ্মচারী, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন, পূজা পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সহ-সভাপতি নিরুপম দাশগুপ্ত, অনুপ রক্ষিত, বিশ্বজিৎ পালিত, কল্লোল সেন, বিধান মিত্র, অনুপম চক্রবর্তী বাবু, সুমন দে প্রমুখ।

বিভিন্ন উপজেলা পূজা উদযাপন পরিষদ থেকে বক্তব্য দেন উত্তম শর্মা (মিরসরাই), শৈবাল চক্রবর্তী (রাঙ্গুনিয়া), রতন কান্তি দাশ (লোহাগাড়া), রিমন মুহুরী (হাটহাজারী), অজিত বিশ্বাস (বোয়ালখালী), সরোজ চৌধুরী প্রমুখ।

পূজা পরিষদ নেতারা অনুষ্ঠানে আগত হিন্দু ধর্মাবলম্বী পূজার্থীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, শারদীয় দুর্গোৎসব অতি প্রাচীনকাল থেকে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব।

সরকার, প্রশাসনসহ সবার আন্তরিক সহযোগিতায় এবার শারদীয় দুর্গোৎসব আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে এ আশাবাদ ব্যক্ত করেন তারা।

এর আগে সকালে মহালয়া পূজা, পুস্পাঞ্জলি প্রদান ও চণ্ডীপূজা অনুষ্ঠিত হয়। দুপুরে হাজারো পূজার্থী-ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।