ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম: রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর মায়ানমার সরকারের অন্যায় অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মেট্রোপলিটন শাখা।

মঙ্গলবার নগরীর কাজির দেউরি আউটার স্টেডিয়ামের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি জসীম আহমেদ এতে সভাপতিত্ব করেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মানবাধিকার কমিশন সদর দফতরের বিশেষ প্রতিনিধি সোহেল আহমেদ মৃধা, চট্টগ্রাম মেট্রোপলিটন আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম ইশতিয়াক উর রহমান, নগরের নির্বাহী সভাপতি আবু হাসনাত চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মো. মাইনুদ্দিন, সহ সভাপতি অসীম কুমার দাশ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তব্যে জসিম আহমেদ বলেন, মানবতার খাতিরে আমরা রোহিঙ্গাদের আশ্রয়ের ব্যাবস্থা করেছি কিন্তু এটি কোন স্থায়ী সমাধান নয়।

আমাদের সবাইকে একসাথে কাজ করে মায়ানমার সরকারের উপর চাপ প্রয়োগ করে রোহিঙ্গাদের অধিকার আদায়ের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ আপাতত তাদেরকে স্থান দিলেও তাদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্যে আন্তর্জাতিক মহলের মাধ্যমে মায়ানমারের উপর চাপ প্রয়োগ করতে হবে।

প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী রোহিঙ্গাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি নিরাপদ স্থানের দাবি করেন।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে মানবাধিকার কমিশন চট্টগ্রাম মেট্রোপলিটন আঞ্চলিক শাখার সহ সভাপতি মো জোবায়ের খান, মো. বোরহান উদ্দীন শাহেদ, আবু বকর সাহেদ, গোলাম সরোয়ার চৌধুরী, সৈয়দ মো. মাহফুজুর রহমান, মোহাম্মদ সেলিম, মো. কায়সুল হোক, মিজানুর রহমান, মো. শাহাদাত হোসেন, রবিউল হোসেন, মো. মহিউদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫১ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।