ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ট্রলারে আটকে যাওয়া জাল খুলতে নেমে জেলের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
ট্রলারে আটকে যাওয়া জাল খুলতে নেমে জেলের মৃত্যু

চট্টগ্রাম: মাছধরার নৌযানের প্রপেলারে আটকে যাওয়া জাল খুলতে নেমে জেলে মো. আবসারের (৬০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে কর্ণফুলী থানাধীন ইছানগর এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের মেডিকেল টিম-১ এর এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, এফভি এসআরএল-৭ নামের মাছধরার নৌযানে কাজ করতেন সন্দ্বীপের মাইটভাঙা এলাকার মশিউদ্দৌলার ছেলে আবসার। সকালে কর্ণফুলী নদীর ইছানগর এলাকায় নোঙর করা ট্রলারের প্রপেলারে জাল আটকে গেলে তিনি কোমরে রশি বেঁধে দেখতে নামেন।

বেশ কিছুক্ষণ পরও পানি থেকে না উঠায় রশি টানতে থাকেন অন্য সহকর্মীরা। এ সময় অচেতন অবস্থায় তাকে টেনে তোলা হয়।
পরে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭

এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।