ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের মানুষের মানবিকতার কমতি নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের মানুষের মানবিকতার কমতি নেই বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান

চট্টগ্রাম: বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেন, ‘রোহিঙ্গাদের প্রতি এদেশের মানুষের মানবিকতার কমতি নেই। সরকারি-বেসরকারি হস্তক্ষেপের আগেই অনাহারীদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য সাধারণ জনগণ যেভাবে এগিয়েছে তাতে সমগ্র বিশ্ব অভিভূত।’

মঙ্গলবার তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে ভিডিও কনফারেন্সের সময় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা শরণার্থীদের জন্য নিরাপত্তা, স্যানিটেশন, বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের একত্রিত করতে হবে। যাতে প্রশাসনের মানবিক সেবা দিতে কোন প্রকার ঝামেলায় পড়তে না হয়।

এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দা সারোয়ার জাহান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মমিনুর রশিদ আমিন, স্থানীয় সরকারের পরিচালক (অতিরিক্ত সচিব) দ্বীপক চক্রবর্তী, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।