ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চাক্তাইয়ের চালের আড়তে চলছে অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
চাক্তাইয়ের চালের আড়তে চলছে অভিযান ফাইল ফটো

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালী থানার চাক্তাই চালের আড়তে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে এই অভিযান চালানো হচ্ছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলীর নেতৃত্বে এই অভিযান শুরু হয়। অভিযানে নগর পুলিশ, ক্যাব প্রতিনিধি, ব্যবসায়ী নেতারাও অংশ নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলী বাংলানিউজকে বলেন, ‘আমরা চাক্তাইয়ের চালের আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। এখনও অভিযান শেষ হয়নি।

শেষ হলে বিস্তারিত বলা যাবে। ’

এদিকে ক্যাবের প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস জানান, অভিযানে বেশ কয়েকজন ব্যবসায়ীকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য। সার্বিক বিষয়ে চাক্তাইয়ের চাউল ব্যবসায়ী সমিতির অফিসে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলাপ চলছে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।