ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রোহিঙ্গাদের আরও চাল-কাপড় দিচ্ছেন সিআইপি মুজিব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
রোহিঙ্গাদের আরও চাল-কাপড় দিচ্ছেন সিআইপি মুজিব মুজিবুর রহমান সিআইপি

চট্টগ্রাম: মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও ১২ টন চাল ও ৮ হাজার পিস কাপড় দিচ্ছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এসব ত্রাণসামগ্রী আওয়ামী লীগের ত্রাণ কমিটির কাছে তিনি হস্তান্তর করবেন।

এর আগেও তিনি ১৬ হাজারোধিক শাড়ি, লুঙ্গি, থামি, গামছা ও শিশু পোশাক দিয়েছিলেন।

মুজিবুর রহমান সিআইপি বাংলানিউজকে বলেন, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিয়ে পাশে থাকতে আওয়ামী লীগ নেতাদের নির্দেশনা দিয়েছেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাই ও সাংগঠনিক সম্পাদক শামীম ভাইয়ের নেতৃত্বে কেন্দ্রীয় একটি টিম রোহিঙ্গাদের কাছাকাছি থেকে কঠোর পরিশ্রম করে ত্রাণ বিতরণ করছেন।

আমিও আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে নেতাদের পরামর্শে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছি। তিন দফায় প্রায় ১৭ হাজার বস্ত্র ও ১২ টন চাল ত্রাণ রোহিঙ্গাদের দেওয়া হয়েছে। আরও সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭

এসবি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad