ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাইফেলের বাঁটের আঘাতে মেরুদণ্ড ভাঙল রোহিঙ্গা হাবিবের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
রাইফেলের বাঁটের আঘাতে মেরুদণ্ড ভাঙল রোহিঙ্গা হাবিবের

চট্টগ্রাম: মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের সময় এক সদস্যের রাইফেলের বাঁটের আঘাতে মেরুদণ্ড ভেঙে গেছে হাবিব উল্লাহর (১৭)। আকিয়াবের বুচিডং, জালিয়াপাড়ার হাবিব আহমেদের ছেলে তিনি।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে হাবিব ‍উল্লাহকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বাংলানিউজকে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশের মেডিকেল-১ টিমের এএসআই আলাউদ্দিন তালুকদার।

তিনি জানান, সোমবার রাতে আরও দুইজন রোহিঙ্গাকে ভর্তি করা হয়েছে। তারা হলেন আকিয়াবের মংডুর বালুখালীর মোশতাক আহমদের ছেলে মোহাম্মদ উল্লাহ (১৮)।

তার বাম হাতে লাঠির আঘাত করা হয়েছে। ভর্তি আছেন ২৬ নম্বর ওয়ার্ডে।

আরেকজন হলেন আকিয়াবের বুচিডং চৌপাড়ার মৃত মো. সলিমের ছেলে মো. আলম (২৫)। তিনি হাতির আক্রমণে আহত হয়েছেন। তাকেও ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সেনা অভিযান শুরুর পর গুলিবিদ্ধ, আগুনে পোড়া শতাধিক রোহিঙ্গাকে চমেকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে যারা সুস্থ হচ্ছেন তাদের স্বজনদেরসহ পুনরায় কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছে পুলিশ।    

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭

এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad