ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অসহায় রোহিঙ্গাদের সহযোগিতার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
অসহায় রোহিঙ্গাদের সহযোগিতার আহ্বান

চট্টগ্রাম: মিয়ানমার সেনা বাহিনীর নির্যাতনে দেশ ছেড়ে আসা অসহায় রোহিঙ্গা শরণার্থীদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেন।

সোমবার দুপুরে উখিয়া থেংরাখালী জামতলায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে চিকিৎসা সেবা দেওয়ার সময় এ আহ্বান জানান তিনি। জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার টিম নিয়ে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসা দিচ্ছেন ডা. শাহাদাত।

তিনি বলেন, মুসলিম রোহিঙ্গা শরণার্থীরা মানবেতর জীবন যাপন করছে। তারা আজ বড়ই অসহায়।

তাদের কেউ পিতৃহারা, মাতৃহারা, কেউ স্বামী-সন্তান-স্ত্রী হারা। অনিশ্চয়তার মধ্যে ঝুঁকি নিয়ে এদেশে আশ্রয় নিয়েছে। তাই মানবিক বিপর্যয়ে সবাইকে আর্তমানবতার সেবায় তাদের পাশে দাঁড়ানো উচিত।

এসময় অন্যান্যের মধ্যে বিএনপির সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার প্রফেসর ডা. জসিম উদ্দীন, ডা. বেলায়েত হোসেন ডালি, ডা. সরোয়ার আলম, ডা. ইফতেকার আদনান, ডা. মোদাচ্ছির রহমান, ডা. খুরশেদুল আলম, ডা. মঈন উদ্দীন, ডা. সাকির রশীদ, ডা. মাসুদ পারভেজ, ডা. জাহেদ, আরফাছ খান নিবিড়, ডা. নাবিল হাসান, ডা. রফিকুল ইসলাম আছাদ, ডা. মোহাইমিনুল ইসলাম বিপ্লব, ডা. লাবিব রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫২ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।