ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মিয়ানমারের বর্বরতা রাষ্ট্রীয় সন্ত্রাস: রওশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
মিয়ানমারের বর্বরতা রাষ্ট্রীয় সন্ত্রাস: রওশন বক্তব্য রাখছেন রওশন এরশাদ

চট্টগ্রাম: মিয়ানমারের বর্বরতাকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেত্রী ও জাতীয় পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান রওশদ এরশাদ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্পে জাতীয় পার্টির ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

রওশদ এরশাদ বলেন, মিয়ানমারের নির্যাতন আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে।

মিয়ানমারের এই বর্বরতা একটি রাষ্ট্রের সন্ত্রাস। মানুষ মানুষকে এভাবে নির্যাতন করতে পারে না।
ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে মানুষকে এভাবে মেরে ফেলতে পারে? তারা তো সেই দেশের বাসিন্দা। তাদেরও তো পূর্ণ নাগরিক অধিকার আছে। এই বর্বর নির্যাতনকারী মিয়ানমার সরকারের বিরুদ্ধে বিশ্বের মুসলিম উম্মাকে রুখে দাঁড়াতে হবে।  

পরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে তিন হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন রওশান এরশাদ।

ত্রাণ বিতরণকালে সাবেক মন্ত্রী কাজি ফিরোজ রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সংসদ সদস্য শওকত চৌধুরী, নুরুল ইসলাম উমর, মো. ইলিয়াছ, ফখরুল ইমাম, জিয়াউল হক মৃধা, অধ্যাপক নুরুল ইসলাম মিলন, ইয়াহিয়া চৌধুরী, ইঞ্জিয়ার মামুনুর রশীদ, মেহজাবিন মোরশেদ, খোরশেদ আরা হক, সালাহ উদ্দিন মুক্তি, কক্সবাজার জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, মোশারফ হোসেন দুলাল, নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।