ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাস-পিকআপের সংঘর্ষে নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
বাস-পিকআপের সংঘর্ষে নিহত ৩ ছবি: প্রতীকী

চট্টগ্রাম: হানিফ পরিবহনের একটি বাস ও পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।

নিহতরা হলেন চকরিয়া উপজেলার কাকারা এলাকার শাহ ওমরনগর গ্রামের ইউছুফ জামালের ছেলে মামুনুর রশিদ (২৫), চুয়াডাঙ্গার চুরুলিয়া এলাকার নিহাজ শেখের ছেলে মো. শরিফুল ইসলাম (২৬)। আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
 
দোহাজারী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, চুনতির জাইল্লার ঢালা এলাকায় মালবাহী পিকআপ ও হানিফ পরিবহনের একটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন মারা গেছেন। আহত হয়েছেন তিনজন।
তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। হানিফ পরিবহনের বাসটি আটক করা হয়েছে।
 
জেলা পুলিশের মেডিকেল টিম-১ এর এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাইওয়ে পুলিশের সদস্যরা বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনজনকে চমেক হাসপাতালে নিয়ে আসেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক। অজ্ঞান হওয়ায় এখনো তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি।
 
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
 
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।