ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বেতন ছাড়াই পদমর্যাদা বৃদ্ধি চসিকের দুই প্রকৌশলীর!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
বেতন ছাড়াই পদমর্যাদা বৃদ্ধি চসিকের দুই প্রকৌশলীর! চট্টগ্রাম সিটি করপোরেশন

চট্টগ্রাম: বেতন স্কেল না বাড়িয়ে দুইজন প্রকৌশলীর পদমর্যাদা বাড়িয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

এর মধ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী-১ রফিকুল ইসলামকে স্ববেতনে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব এবং সহকারী প্রকৌশলী জসিম উদ্দিনকে অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী-১ এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

গত সপ্তাহে চসিকের সচিবালয় বিভাগের সংস্থাপন শাখার এক অফিস আদেশে দুজনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, মেয়রের সম্মতিতে করপোরেশনের কাজের স্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, চসিকের কাজের সুবিধার্থে দুজন প্রকৌশলীকে অতিরিক্ত দায়িত্ব ও চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

এর জন্য তারা আর্থিক সুবিধা পাবেন না। স্ববেতনেই কাজ করবেন।

২০১৬ সালের ১ আগস্ট চসিকের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলমের সই করা অফিস আদেশে ১৮ প্রকৌশলীকে ভারপ্রাপ্ত পদমর্যাদা দেওয়া হয়েছিল।  

১০ সহকারী প্রকৌশলীকে নির্বাহী প্রকৌশলীর 'ভার' দিল চসিক

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।