ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিশুসহ গুলিবিদ্ধ আরও ৪ রোহিঙ্গা চমেকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
শিশুসহ গুলিবিদ্ধ আরও ৪ রোহিঙ্গা চমেকে

চট্টগ্রাম: মিয়ানমারে সহিংস ঘটনায় শিশুসহ গুলিবিদ্ধ আরও ৪ রোহিঙ্গাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে স্বজনদের মাধ্যমে তারা মিয়ানমার সীমান্ত পার হয়ে চমেক হাসপাতালে আসেন। আহতরা হলেন- মিয়ানমারের মংডু এলাকার দেয়ামুপাড়ার নুর হাকিমের মেয়ে তসনিমা আরা (১০ মাস), মংডুর ছড়াইয়াবাজা এলাকার আবদুছ সালামের মেয়ে আয়েশা (২), মইবাজার এলাকার নজির হোসেনের ছেলে মো. সুফি (৫৭) ও দুমবাই এলাকার জাফর আলমের ছেলে মো. আলম (৪০)।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের মেডিকেল টিম-১ এর এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, মিয়ানমারের মংডু এলাকায় চোখে আঘাতপ্রাপ্ত শিশুসহ গুলিবিদ্ধ আরও ৪ রোহিঙ্গা চমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১০ মাস বয়সী তসলিমা গুরুতর অসুস্থ।

হাসপাতালের ২৬, ২০, ১৬ ও ৮ নম্বর ওয়ার্ডে তাদের চিকিৎসাসেবা চলছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।