ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রোহিঙ্গাদের জন্য আরও ত্রাণ পাঠালো ইন্দোনেশিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
রোহিঙ্গাদের জন্য আরও ত্রাণ পাঠালো ইন্দোনেশিয়া রোহিঙ্গাদের জন্য আরও ত্রাণ পাঠালো ইন্দোনেশিয়া

চট্টগ্রাম: আরও দুটি কার্গো বিমানে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০ টন ত্রাণ পাঠিয়েছে ইন্দোনেশিয়া।

সোমবার সকাল ১০টা ও সোয়া ১০টায় ত্রাণবাহী ইন্দোনেশিয়ান এয়ার ফোর্সের এই কার্গো বিমান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রতি কার্গোতে ১০ টন করে ত্রাণ ছিল।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল লুঙ্গি, খাবার, শিশুখাদ্য, জেনারেটর ইত্যাদি।

ইন্দোনেশিয় প্রতিনিধির হাত থেকে ত্রাণগুলো বুঝে নেন প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান।

এ নিয়ে মোট ৮টি কার্গো বিমানে করে রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠালো ইন্দোনেশিয়া। ত্রাণ গ্রহণ শেষে ইন্দোনেশিয় প্রতিনিধি দলের সঙ্গে জেলা প্রশাসনের কর্মকর্তারা

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, ‘দুটি কার্গো বিমানে করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও ২০টন ত্রাণ পাঠিয়েছে। এ নিয়ে দেশটি ৮টি কার্গো বিমানে করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ পাঠালো। ’

ত্রাণগুলো কক্সবাজার জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মো. হাবিবুর রহমান। সেখান থেকে ত্রাণগুলো রোহিঙ্গা শরণার্থীদের কাছে পৌঁছিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad