ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে দুই রোহিঙ্গার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে দুই রোহিঙ্গার মৃত্যু বন্য হাতি

চট্টগ্রাম: কক্সবাজারের ‍উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী ক্যাম্পের পাশের মধুরছড়া পাহাড়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে।  রোববার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, সৈয়দুল আমিনের ছেলে শামসুল আলম (৫৫) ও জাফর আলমের ছেলে সৈয়দুল আমিন (১১)।

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার ডেকুবুনিয়া থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করে রোববার রাতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এসেছিলেন তারা।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য বখতেয়ার আহমেদ বাংলানিউজকে জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা এসব রোহিঙ্গারা রোববার রাতে মধুরছড়া পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন। গভীর রাতে সেখানে বন্য হাতি হানা দেয়।

এতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের জাফর আলম মাঝি জানান, এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের শরণার্থী ক্যাম্পের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭

আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।