ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়া থেকে ১০৩ রোহিঙ্গাকে কক্সবাজার পাঠানো হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
পটিয়া থেকে ১০৩ রোহিঙ্গাকে কক্সবাজার পাঠানো হচ্ছে ১০৩ জন রোহিঙ্গাকে উদ্ধার। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: পটিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থান থেকে ১০৩ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।  

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বাংলানিউজকে জানান, বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের উদ্ধার করে আমরা থানায় নিয়ে এসেছি। আজই তাদের বাসে করে সরকারি নির্ধারিত উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে।

এদিকে, চট্টগ্রাম জেলার কোনো স্থানে রোহিঙ্গাদের পাওয়া গেলে তাদের প্রয়োজনীয় ত্রাণ, চিকিৎসা, খাদ্য দিয়ে কক্সবাজার শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করতে অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।