ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাদার্নে আইন পেশায় নারী বিষয়ক কর্মশালা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
সাদার্নে আইন পেশায় নারী বিষয়ক কর্মশালা সাদার্নে আইন পেশায় নারী বিষয়ক কর্মশালা

চট্টগ্রাম: সাদার্ন ইউনিভার্সিটিতে আইন পেশা ও বিচার বিভাগে নারীর ক্ষমতায়ন বিষয়ক আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রোববার ইউনিভার্সিটির হলরুমে দু’দিনব্যাপী এই কর্মশালা শুরু হয়।

আইন পেশায় নারীদের সুযোগ, প্রতিবন্ধকতা, লিঙ্গ বৈষম্য ও  চ্যালেঞ্জসহ বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে সাদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগ ও ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড)’র জাস্টিস ফর অল প্রোগ্রাম যৌথভাবে এ আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

প্রথমদিনে ইউনিভার্সিটি এক্সপেরিয়েন্স শেয়ারিং অ্যান্ড ডিস্কাশন মিটিং বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয়দিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক মহিউদ্দিন খালেদের সভাপতিত্বে প্রথমদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল মোস্তফা।

উপস্থিত ছিলেন ইউএসএইড’র জাস্টিস ফর অল প্রোগ্রাম’র লিগ্যাল অফিসার মো. আরিফুল ইসলাম,  সিনিয়র সহকারী জজ ফারহানা ইয়াসমিন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সংস্থার চট্টগ্রাম বিভাগীয় প্রধান এডভোকেট দিল আফরোজ, আইন বিভাগের প্রধান মর্তুজা ইসলাম তারেক ও আইন বিভাগের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা।

উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল মোস্তফা বলেন, যেকোন কাজে প্রথমে নারীরা নিজ পরিবার থেকে বাধাপ্রাপ্ত হয়, সুতরাং প্রতিবন্ধকতা থাকবে-তাই বলে থেমে থাকা যাবে না। নারী-পুরুষ সবাই সমান, এখানে যোগ্যতার প্রমাণ দিয়ে এগিয়ে যেতে হবে। নিজেদের সমস্যা নিজেদেরকেই সমাধান করতে হবে। আইন পেশায় যারা সফলতা পেয়েছেন তাদের পথ অনুসরণ করতে হবে।

অধ্যাপক মহিউদ্দিন খালেদ বলেন, মহিলা আইনজীবীদের কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা, লিঙ্গ বৈষম্য ও বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আইনের ডিগ্রি নিয়েও এসব প্রতিবন্ধকতার কারণে অনেক নারী আইন পেশায় টিকে থাকতে পারে না। নারীদের মনে রাখতে হবে সব বাধা পেরিয়ে নিজের অবস্থান মজবুত করতে হবে।

অনুষ্ঠানে ওম্যান ইন জাস্টিস এর উপর একটি ডকুমেন্টারি দেখানো হয়। আলোচকবৃন্দ উল্লেখিত বিষয়ের বিভিন্ন দিক নিয়ে বিশদভাবে আলোচনা করেন। লিগ্যাল অফিসার মো. আরিফুল ইসলাম-শেয়ারিং ফাইন্ডিংস অব দি সার্ভে রিপোর্ট: ফাইন্ডিং আওয়ার ভয়েস, সিনিয়র সহকারী জজ ফারহানা ইয়াসমিন-প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জ ইন জুডিশিয়ারি ফর ফিমেল ‘ল’ স্টুডেন্টস, এডভোকেট দিল আফরোজ-প্র্যাকটিক্যাল অবস্টাকেলস অ্যান্ড অপরচুনটি ইন লিগ্যাল প্রফেশন ফর ওমেনস এবং আইন বিভাগের শিক্ষক ওমর ফারুক-ইমপরটেন্স অব মেন্টরশিপ ইন লিগ্যাল প্রফেশন বিষয়ে আলোকপাত করেন। পরে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে প্রথম দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আইন বিভাগের প্রধান মর্তুজা ইসলাম তারেক।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭

আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।