ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গুলি-বোমায় ক্ষত আরও তিন রোহিঙ্গা এলেন চমেকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
গুলি-বোমায় ক্ষত আরও তিন রোহিঙ্গা এলেন চমেকে

চট্টগ্রাম: মিয়ানমার সেনাবাহিনীর গুলি ও পুঁতে রাখা বোমায় আঘাতপ্রাপ্ত আরও তিন রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করে চিকিৎসা নিতে এলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে।

তারা হলেন, মিয়ানমারের মংডুর ছামান্না এলাকার ছিদ্দিকের পুত্র মো. ইউনুস (২২)। বোমার আঘাতে এই যুবকের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এছাড়া গুলিবিদ্ধ দুজন হলেন, মংডুর বলী পাড়ার আলী আকবরের পুত্র কামাল (১৩) এবং একই পাড়ার মৃত আবুল কাসেমের পুত্র মো. আলম (৭০)।

এদের মধ্যে পায়ে গুলিবিদ্ধ কামাল ২৩ নম্বর ওয়ার্ডে এবং কানে মুখে গুলিবিদ্ধ আলমকে ১৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের মেডিকেল ১ টিমের উপ সহকারী পুলিশ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, আহতদের মধ্যে  ইউনুসকে রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে এবং বাকি দুজনকে রাত আটটায় হাসপাতালে আনা হয়।

বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।