ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নবম ওয়েজবোর্ড না দিলে অবাঞ্চিত হবেন তথ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
নবম ওয়েজবোর্ড না দিলে অবাঞ্চিত হবেন তথ্যমন্ত্রী নবম ওয়েজবোর্ড না দিলে চট্টগ্রামে অবাঞ্চিত হবেন তথ্যমন্ত্রী

চট্টগ্রাম: নবম ওয়েজবোর্ডে ঘোষণা না করলে চট্টগ্রামে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে অবাঞ্চিত করার ঘোষণা দেওয়া হয়েছে। রোববার (১৭ অক্টোবর) চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে)র সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে দেশের সাংবাদিক সমাজের প্রত্যাশিত নবম ওয়েজবোর্ড গঠনে তথ্যমন্ত্রীর তালবাহানায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ওয়েজবোর্ডের বিষয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সম্মতি থাকার পরও তথ্যমন্ত্রীর ভুমিকা অনাকাঙ্খিত। অবিলম্বে তথ্যমন্ত্রীর অপসারণও চেয়েছেন সাংবাদিক নেতারা।

সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, যারা নতুন ওয়েজবোর্ড গঠনে বাধা তারা গণমাধ্যমের সাথে সরকারের দুরত্ব তৈরি করে  দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়। তারা গণতন্ত্র উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতিবন্ধক।

প্রকারান্তরে তারা প্রতিক্রিয়াশীলদের সহায়ক হিসেবে আরেকটি ১৫ আগস্টের ক্ষেত্র তৈরি করছে।

সমাবেশে মিয়ানমারে গণহত্যার নিন্দা ও রোহিঙ্গাদের নিজবাসভূমি থেকে বিতাড়নেরও তীব্র নিন্দা জানানো হয়।                             

সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্যের সঞ্চালনায় সমাবেশে বিএফইউজে মহাসচিব ওমর ফারুক, সহসভাপতি শহিদ উল আলম, সিইউজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, চট্টগ্রাম সাংবাদিক কো অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক ও সিইউজের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিএফইউজের নির্বাহী সদস্য আসিফ সিরাজ, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও সিইউজের সাবেক যুগ্ম সম্পাদক ম মামসুল ইসলাম, সিইউজের প্রতিনিধি ইউনিট প্রধান সমির কান্তি বড়ুয়া, সিইউজের কর্ণফুলী ইউনিট প্রধান মোহাম্মদ আলী পাশা, প্রিয় চট্টগ্রাম ইউনিট প্রধান আবদুর রউ্ফ পাটোয়ারী, সদস্য প্রিতম দাশ প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ, প্রেক্লাবের আপ্যায়ন সম্পাদক রোকসারুল ইসলাম, সিইউজের সুপ্রভাত ইউনিট প্রধান স ম ইব্রাহীম, সদস্য ইফতেখারুল ইসলাম, মো, জাবেদ, ষিশু রায় চৌধুরী, শামসুল আলম বাবু, বিপ্লব মজুমদার, বিশু রায় চৌধুরী, রাহুল দাশ, কাঞ্চন চক্রবর্তী, চৌধুরী আহসান খুররম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২১৭ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।