ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পিডিবি’র সাব স্টেশনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
পিডিবি’র সাব স্টেশনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

চট্টগ্রাম: হাটহাজারীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাব স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপনের জন্য রোববার এই কমিটি গঠিত হয়। এর আগে শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে হাটহাজারীর ১১ মাইল এলাকায় অবস্থিত ৩৩/১১ কেভি সম্পন্ন এই বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে চট্টগ্রামের বিভিন্ন এলাকাসহ রাঙামাটিরও কয়েকটি এলাকা অন্ধকারে নিমজ্জিত থাকে।

খবর পেয়ে হাটহাজারী ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিট চেষ্টা চালিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

বিষয়টি নিশ্চিত করে পিডিবি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কান্তি দাশ জানান, কমিটিতে একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে প্রধান করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ’

প্রাথমিকভাবে পিডিবি কর্তৃপক্ষ টেকনিক্যাল ত্রুটি থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।