ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম: মিয়ানমারে রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতন, হত্যা, ধর্ষণ, নিপীড়ন, হামলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ। 

রোববার সকালে নগরীর টাইগার পাস মোড়ে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা সিরাজ উল্লাহ।

সমাবেশে অন্যান্যের মধ্যে কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, এফ কবির আহাম্মদ মানিক, কাউন্সিলর আবিদা আজাদ, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।  

মানব বন্ধনে বক্তারা বলেন, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের উপর যে হামলা-নির্যাতন, হত্যা-ধর্ষণ করছে তা অমানবিক ও মানবতা বিরোধী।

অবিলম্বে এ হত্যা বন্ধ করতে হবে। রোহিঙ্গাদের নিজ বাড়িতে ফেরার ব্যবস্থা করতে হবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে রেলওয়ে শ্রমিকলীগ সি আর বি শাখার সম্পাদক গাজী মো. জাকারিয়া, মনোহর আলী, রফিকুল ইসলাম, আব্দুল করিম, শহিদুল ইসলাম, মো. জামাল হক, মাইনুল হোসেন (টিটু), সালেহ আহাম্মদ, আবু বক্কর, আবু বক্কর সিদ্দিক বাবুল, সাজ্জাদ হোসেন সুজন, আবুল খায়ের, এবিএম মিজানুর রহমান, গাজী মো. শাহাজাহান, শফিকুল ইসলাম, মো. মহসিন তালুকদার, মাহবুবুর রহমান, শেখ জামাল আহাম্মদ, মো. আমিনুল ইসলাম রিয়াজ প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮৪৬ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad