ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মিয়ানমারে আহত রোহিঙ্গা শিশু চমেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
মিয়ানমারে আহত রোহিঙ্গা শিশু চমেকে

চট্টগ্রাম: মিয়ানমারে সহিংস ঘটনায় পালিয়ে আসার সময় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সুখতারা বেগম (১২ নামে এক রোহিঙ্গা শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে স্বজনদের মাধ্যমে তাকে হাসপাতালে আনা হয়।

সুখতারা মিয়ানমারের আকিয়াব জেলার মংডুর পিয়ারবাজার এলাকার নুরুল হকের মেয়ে।  

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের মেডিকেল টিম ১ এর এএসআই মো. আলাউদ্দিন তালুদকদার বাংলানিউজকে জানান, মিয়ানমারের মংডু এলাকায় সহিংস ঘটনায় দেশ ছেড়ে পালিয়ে আসার সময় সড়ক দুর্ঘটনায় আহত হন সুখতারা।

পায়ে গুরুতর আহত অবস্থায় স্বজনদের মাধ্যমে প্রথমে কক্সবাজার হাসপাতালে ভর্তি হয়েছিল। পরে শনিবার রাতে শিশুটিকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে শিশুটির চিকিৎসাসেবা চলছে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭

এসবি/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।