ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রবাসী ছেলেকে আনতে গিয়ে দুর্ঘটনায় বাবা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
প্রবাসী ছেলেকে আনতে গিয়ে দুর্ঘটনায় বাবা নিহত

চট্টগ্রাম: বাসের ধাক্কায় নুরুল ইসলাম কালু (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ছেলেকে আনতে গিয়ে রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল পৌনে নয়টার দিকে নগরীর পতেঙ্গা সড়কে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম রাউজানের উত্তরসর্তা গ্রামের সোনা মিয়ার ছেলে।   

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জেলা পুলিশের মেডিকেল টিম ১ এর এএসআই মো. আলাউদ্দিন তালুদকদার বাংলানিউজকে জানান, দুবাই থেকে সাত বছর পর দেশে আসছে সন্তান।

তাকে আনতে বিমানবন্দরে যান বাবা। নির্দিষ্ট সময়ে ছেলেও দুবাই থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে অবতরণ করেন।
মাইক্রোবাসে করে বাবা ও ছেলে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে দ্রুতগামী একটি বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন নুরুল ইসলাম। আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুবাই থেকে আসা ছেলে ওসমান গণিও আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।