ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চমেকে চিকিৎসাধীন রোহিঙ্গাদের জন্য মহিউদ্দিনের ফলমূল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
চমেকে চিকিৎসাধীন রোহিঙ্গাদের জন্য মহিউদ্দিনের ফলমূল

চট্টগ্রাম: মিয়ানমারে সহিংসতায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রোহিঙ্গাদের জন্য ফলমূল পাঠিয়েছেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। 

শনিবার (১৬ সেপ্টেম্বর) সাবেক মেয়রের একান্ত সহকারী ওসমান গণি চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.জালাল উদ্দিনের হাতে এই ফলমূল তুলে দেন।  এসময় সাবেক মেয়রের একটি চিঠিও চমেক হাসপাতালের পরিচালকের কাছে হস্তান্তর করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে আহত ও অসুস্থ রোহিঙ্গা নর-নারী-শিশু হাসপাতালে চিকিৎসাধীন ‍আছেন।   তাদের মধ্যে পথ্য হিসেবে বিতরণের জন্য ৯ ঝুড়ি ফলমূল প্রদান করলাম।

ওসমান গণি জানিয়েছেন, সাবেক মেয়র অসুস্থ থাকায় রোহিঙ্গাদের দেখার জন্য হাসপাতালে যেতে পারেননি।  তবে তার পক্ষে ফলমূলগুলো রোহিঙ্গাদের মধ্যে বিতরণের জন্য দেওয়া হয়েছে।

চমেক হাসপাতালের পরিচালকের কাছে ফলমূল দেওয়ার সময় নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রণিও ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।