ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘মাদক পাচারকারীদের দুদকের জালে আটকানো হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
‘মাদক পাচারকারীদের দুদকের জালে আটকানো হবে’ ‘মাদক পাচারকারীদের দুদকের জালে আটকানো হবে’

চট্টগ্রাম: মাদক পাচারকারীদের বিদেশে টাকা পাচার অথবা দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনে জড়ানোর কথা বলেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) পটিয়ায় মাদকবিরোধী সভায় তিনি বলেন, মাদক পাচারের সঙ্গে যারা যুক্ত তাদের যদি মাদক আইনে দমন করা না যায়, মানিলন্ডারিং অথবা দুদক আইনের জালে তাদের আটকানো হবে।   দেশে যত আইন আছে, সব আইনের প্রয়োগ হবে।

 

তিনি বলেন, মাদক নির্মূল করতে হলে দেশে মাদকের চাহিদা বন্ধ করতে হবে।   চাহিদা বন্ধ না হলে সীমান্ত বন্ধ করে কোন লাভ হবে না।

 

পটিয়া উপজেলা প্রশাসন এই আলোচনা সভার আয়োজন করে।   সভার আগে মাদকবিরোধী শোভাযাত্রা বের হয়।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান মন্ডল এবং জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের বিশিষ্টজনেরা এতে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।